অশরীরীর সময় হাইপোথিসিস অজানা বছরগুলো

Phantom time hypothesis সম্পর্কে আমরা তেমন জানি না আমি তো জানতাম না আজ একটু আধটু জানলাম তাই লিখতে বসলাম। আজব বিশ্বে অনেক আজব কাজ কারবার ঘটে তার একটি হল Dark Age. Phantom time hypothesis হল এমন কিছু বছরের সমষ্টিক নাম তা থেকেও নেই। অনেকের মতে আমারা এখন ৩০০ বছর পিছনে মানে ১৭১৪ সালে রয়েছি। কথাটা শুনতে অনেক আশ্চর্য লাগলেও অনেক বৈজ্ঞানীকই এটা প্রমান করেছেন যে আমাদের দিনপঞ্জিকায় বিরাট ভুল আছে।আমরা বেশ কিছু শতাব্দি পিছনে রয়েছি যেখানে আমাদের দিনপঞ্জিকা অনেক বছর এগিয়ে রয়েছে।
phantom time hypothesis
ধারনা করা হয় ভ্যাটিকান পোপ চালাকি করে এই কাজটি করেছিলেন ইউরোপের কালো শতাব্দিকে শেষ করার জন্য।যাতে কালো অন্ধকারে জীবন কাটাতে না হয়। প্রথমে ১৯৮০ সালে সর্ব প্রথম এই ধারনার উপর কাজ করা হয়।পরে অনেক বৈজ্ঞানীকই এর উপরে কাজ করে এবং এর সত্যতা যাচাই করে। বিবিসি ও এর উপরে প্রতিবেদন প্রকাশ করে। আমি এটা সম্পর্কে এর থেকে বেশি বলতে পারলাম না। তবে নিচে দুইটি ভিডিও আর কিছু লিংক দিলাম হয়তো আপনার কিছু বুঝতে পারবেন। যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস্ করে জানাবেন।

প্রথমে উপরেরটা দেখুন তার পরে নিচেরটা দেখুন


সূত্র: ১. http://en.wikipedia.org/wiki/Phantom_time_hypothesis
      ২. http://www.bbc.co.uk/dna/place-london/plain/A85654957
     ৩. http://www.forteantimes.com/features/articles/5593/phantom_time.html
     ৪. https://www.uwgb.edu/dutchs/PSEUDOSC/Phantom%20Time.HTM

Post a Comment

জানার অধিকার সবার আছে। তাই নিজে জানুন অন্যকে জানান। শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে এবং আপনার মতামত লিখে জানান